একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ শিরোনামে আওয়ামী লীগের নির্বাচনী থিম সংটি তৃণমূলে জনপ্রিয়তা পেয়েছিল, সেটিই কাস্টমাইজ করে সিটি নির্বাচনের উপযোগী করে প্রকাশ করা হয়েছে।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের এই থিম সংটি প্রকাশ করা হয়েছে।
থিম সং প্রসঙ্গে আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেন, ‘২০১৮ সালে আমরা জয় বাংলার যে থিম সংটি করেছিলাম, সেটা খুবই ভাইব্রেট ছিল। এক ধরনের মোটিভেশন ছিল এটি। খুব অল্প পরিসরে এবার গত নির্বাচনের গানটিকে দুই সিটির যে দু’জন নেতা তাদের কাস্টমাইজ করে এটার অডিও এবং ভিডিও আপডেট করেছি।’
থিম সংটির আত্মপ্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি। তিনি বলেন, ‘এই থিম সং নেতাকর্মীদের আরও অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। এই উদ্দীপনার মধ্য দিয়ে আমরা নৌকাকে এগিয়ে নিয়ে যাবো।’
‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ থিম সংটির অন্যতম উদ্যোক্তা সারওয়ার কায়ান্ত চৌধুরী বলেন, ‘অনেক দিন ধরেই মিউজিক করছি। একজন বাংলাদেশি হিসেবে দায়িত্ব মনে হয়েছে দেশের জন্য কিছু করার। সেই প্রেক্ষিতে ২০১৮-এর জাতীয় নির্বাচন সামনে রেখে আমাদের ফাহাদ আহমেদ তনু, শুভ্র রাহা ও জিএম আশরাফ একসঙ্গে মিলে উদ্যোগটা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা জয় বাংলা গান ১৬ কোটি বাংলার গান। সবাই আপন করে নিয়েছে বলে গানটি এতো জনপ্রিয় হয়েছে।’
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের থিম সং হিসেবে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা/শেখ হাসিনার সালাম নিন, জয় বাংলা-নৌকা মার্কায় ভোট দিন’ গানটি ব্যবহৃত হয়। মাঠে-ঘাটে, আনাচে-কানাচে সর্বত্র বাজতে শোনা যায় এই গান। সেই নির্বাচনে অন্যতম টক অব দ্য টপিক ছিল এই গানটি। অনেকে এটাকে রিংটোন হিসেবেও ব্যবহার করেছে।
৩০ জানুয়ারি সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে গানটিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে দুই মেয়র প্রার্থীর পক্ষে ভোট চেয়ে। বাকি গানের কথা ও সুর একই রকম আছে।