সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

গণপূর্তের প্রকৌশলীসহ তিনজনকে দুদকে তলব

রিপোর্টারের নাম : / ৫৪ বার পঠিত
আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০, ৬:৩৫ অপরাহ্ন

বিদেশে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিনসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৩ জানুয়ারি) দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা চিঠিতে তাদের তলব করা হয়। দুদকের জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য শোনার জন্য প্রকৌশলী মোসলেহ উদ্দিন, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্সের (এনডিই) ব্যবস্থাপনা পরিচালক রেজাউন মোস্তাফিজ এবং এম জামাল অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. জামাল উদ্দিনকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুদকে তলব করা হয়েছে।
ঠিকাদার জি কে শামীমসহ বিভিন্ন ব্যক্তি ও প্রভাবশালীদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারি কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় বিদেশে পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগের বিষয়ে বক্তব্য প্রদানের জন্য তাদের তলব করা হয়েছে।
ক্যাসিনোবিরোধী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন প্রভাবশালীকে গ্রেফতার করা হয়। তারই ধারাবাহিকতায় ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে দুদক অনুসন্ধান শুরু করে। শুদ্ধি অভিযান শুরুর পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এখন পর্যন্ত ২০টি মামলা দায়ের করেছে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam