সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন

করোনা রোগীকে বাসায় রেখে চিকিৎসায় বাধা দিলে আইনি ব্যবস্থা

রিপোর্টারের নাম : / ৫১ বার পঠিত
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ৭:৩৩ অপরাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাসায় রেখে চিকিৎসা দেয়ার ক্ষেত্রে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার রাজধানীর আট অপরাধ বিভাগের উপ-কমিশনারদের কাছে পাঠানো খুদে বার্তায় এ নির্দেশ দেন ডিএমপিপ্রধান।
একই সঙ্গে করোনা রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিজ নিজ ফ্ল্যাটে উঠতে বাধা দেয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান।
ডিএমপি সূত্র জানায়, কমিশনার খুদে বার্তায় বলেছেন- অনেকে করোন আক্রান্ত ব্যক্তিকে নিজ নিজ বাসা বা ফ্ল্যাটে রেখে চিকিৎসা দিচ্ছেন। কিন্তু কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট ফ্ল্যাটের অন্য বাসিন্দারা এতে বাধা দিচ্ছেন। এমনকি করোনা রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের নিজ নিজ ফ্ল্যাটে উঠতেও বাধা দিচ্ছেন। এতে চিকিৎসা ব্যাহত হচ্ছে। কমিশনার এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থেকে রোগী, চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় সহযোগিতা করতে বলেছেন।
এছাড়া কেউ এ ধরনের সমস্যায় পড়লে তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে অনুরোধ করেছেন কমিশনার। কমিশনারের এসব নির্দেশ ডিএমপির ৫০টি থানার ওসিদের জানিয়ে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam