সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন

করোনা সন্দেহে যুবককে হাসপাতালে ফেলে পালাল স্বজনরা

রিপোর্টারের নাম : / ৪৮ বার পঠিত
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ৬:৫০ অপরাহ্ন

সুনামগঞ্জের ছাতকে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসা এক যুবককে ফেলে রেখে পালিয়ে গেছেন তার স্বজনরা।
তার নাম জসিম উদ্দিন। তিনি উপজেলার আমেরতল গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ছাতক হাসপাতালে জসিমকে ফেলে পালিয়ে যায় তার আত্মীয়রা।
জানা যায়, গত ২৫ মার্চ ঢাকার কেরানীগঞ্জ থেকে ছাতকে আসেন জসিম। তারপর গত এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে একই উপজেলার জয়নগর তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার রাতে তাকে ছাতক হাসপাতালে নিয়ে আসেন আত্মীয়রা।
কর্তব্যরত ডাক্তার তার কভিড-১৯ পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে হাসপাতালে হুলুস্থুল শুরু হয়। এরইমধ্যে জসিমকে হাসপাতালে নিয়ে আসা স্বজনরা পালিয়ে যায় ।
এরপর শারীরিক অবস্থা অবনতি হলে জসিমকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam