সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

ব্রিটেনে পুলিশের মুখের উপর কাশি দেয়ায় ছয় মাসের কারাদণ্ড

রিপোর্টারের নাম : / ৫১ বার পঠিত
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ৬:৫৫ অপরাহ্ন

করোনাভাইরাস হয়েছে দাবি করে এক পুলিশ অফিসারের মুখের ওপর কাশি দেয়ার অপরাধে ব্রিটেনে এক ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, গত ৮ই এপ্রিল জেসন ক্লার্ক নামে ওই ব্যক্তি রাস্তায় একজনকে গালিগালাজ করছিল তখন পুলিশ তাকে থামাতে গেলে পুলিশ কনস্টেবলের মুখের ওপর সে কাশি দেয় এবং বলে সে কোভিড নাইনটিনে আক্রান্ত।
পরে তাকে আটক করে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ব্রিটেনের একজন সরকারি কৌঁসুলি আইনজীবী বলেছেন, বর্তমান পরিস্থিতিতে একজন পুলিশ অফিসারের মুখের উপর ইচ্ছা করে কাশি দেয়া বিপদজনক এবং অমার্জনীয় অপরাধ।
ওই আইনজীবী বলেন, যে কারোর প্রতি এধরনের আচরণ অগ্রহণযোগ্য, বিশেষ করে একজন অফিসারের প্রতি যিনি অপরিহার্য সেবার অংশ হিসাবে তার কর্তব্য পালন করছিলেন।
যুক্তরাজ্যে করোনা আক্রান্তদের সেবা দিতে গিয়ে এ পর্যন্ত ৩০ জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন। বিশ্বব্যাপী মারা গেছে কয়েক হাজার। সে কারণে স্বাস্থ্য ও নিরাপত্তাকর্মীদের সুরক্ষার বিষয়টিতে বার বার জোর দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam