মহামারী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বেশিরভাগ মানুষ এখন মাস্ক ব্যবহার করে থাকেন। শুধু পরলেই হবে না, নিয়মিত মাস্ক পরিষ্কারও করতে হবে। কারণ অপরিষ্কার মাস্ক ব্যবহার করে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
সার্জিক্যাল মাস্ক একবার পরেই ফেলে দিতে হয়। তবে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য এন৯৫ মাস্কসহ সুতির কাপড়ের মাস্ক বা টেরিলিন কাপড়ের মাস্ক এমনকি ঘরোয়া উপায়ে বানানো মাস্কও পরিষ্কার করতে হবে।
যেভাবে মাস্ক পরিষ্কার করবেন
১. মাস্কে সরাসরি হাত দেবেন না। ঘরে ফেরার পর মাস্ক খুলুন দড়ি, ফিতে বা রাবার ব্যান্ডের অংশ ধরে।
২. সাবান বা ডিটারজেন্ট পানিতে ভিজিয়ে ধুয়ে নিন।
৩. মাস্ক ধোয়ার পর জীবাণুনাশক লোশনে ডুবিয়ে ঝুলিয়ে রাখুন ছাদের কোনো আংটায়। কড়া রোদে শুকোতে দিতে পারল উত্তম।
৪. গরম পানিতেও মাস্ক ফুটিয়ে নিতে পারেন। এতে জীবাণুমুক্ত হবে মাস্ক।
৫. শুকানোর সময় মাস্কের মূল অংশে ধুলোবালি যেন না লাগে।
৬. শুকানোর পর তাকে ৫-৭ মিনিট ধরে ইস্ত্রি করে নিলেই আপনার মাস্ক ফের ব্যবহারের জন্য তৈরি।
৭. ভালোভাবে না শুকিয়ে ভেজা মাস্ক পরা যাবে না। এতে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ে।