মদিনার মসজিদে নববিতে থার্মাল-বডি ক্যামেরা সচল করেছে সৌদি আরব। করোনাভাইরাস রুখতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
সৌদি সংবাদ সংস্থা এসপিএ এমন খবর দিয়েছে। এই ক্যামেরা দিয়ে একই সময়ে ২৫ মুসল্লির তাপমাত্রা পরীক্ষা করা সম্ভব হবে।
৯ মিটার দূর থেকে এই স্বয়ংক্রিয় যন্ত্র কাজ করবে। এরপর প্রতিটি ব্যক্তিকে নিয়ে অডিও ও ভিজ্যুয়াল ধারনা দেবে।
ছবি ও তাপমাত্রা অন্তত একমাস রেকর্ড করে রাখতে পারবে থার্মাল ক্যামেরা এবং দূরত্ব বজায় রেখেই বিশেষজ্ঞদের কাছে তা পাঠাতে পারবে।
সৌদি স্বাস্থ্যমন্ত্রী ডা. তাওফিক আল-রাবিয়াহ হুশিয়ারি দিয়ে বলেন, কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে করোনা রোগীর সংখ্যা দুই লাখে পৌঁছাতে পারে।
সৌদি ও বিশেষজ্ঞদের বরাত দিয়ে তিনি এমন সতর্কবার্তা দিলেন। তিনি বলেন, নির্দেশনা মানা না হলে আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বেড়ে যেতে পারে।