সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

ধনী-গরিবের পানির মূল্য এক হওয়া উচিত নয় : স্থানীয় সরকার মন্ত্রী

রিপোর্টারের নাম : / ৮৩ বার পঠিত
আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ঢাকা শহরে ধনাঢ্য এলাকার পানির মূল্য আর মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত অধ্যুষিত এলাকার পানির মূল্য এক হওয়া উচিত নয়।

রোববার (২১ জানুয়ারি) কারওয়ান বাজার ওয়াসা ভবনে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে টানা দ্বিতীয়বার দায়িত্ব পালনকালে সকল অধিদপ্তরের প্রতিষ্ঠানগুলোর দক্ষতা মূল্যায়নপূর্বক ব্যবস্থা নেওয়া হবে এবং জবাবদিহিতার আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, যেমন- সকল অধিদপ্তরের দক্ষতা মূল্যায়নপূর্বক ব্যবস্থা নেওয়া হবে এবং জবাবদিহিতার আওতায় আনা হবে। একইসঙ্গে দপ্তরগুলোর সমস্যা চিহ্নিত করে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam