নড়িয়া পৌরবাস টার্মিনাল দখলে কক্টেল বিস্ফোরণ আটক ৩ জন
শরীয়তপুর প্রতিনিধি
নড়িয়া উপজেলায় মোক্তারের চর ইউনিয়নের পৌরবাসটার্মিনাল দখলে কক্টেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার (২৭শে জানুয়ারী) বেলা ২ ঘটিকার সময় নড়িয়া উপজেলায় মোক্তারের চর ইউনিয়নে গোলাম মাওলা ব্রিজের পশ্চিম দিকে বাস স্টান্ড দখল নিতে কক্টেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এই ঘটনার খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ দ্রততায় সাথে ঘটনা স্থলে উপস্থিত হয়ে শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেড এর নড়িয়া কাউন্টার পরিচালক ও সাবেক মোক্তারের চর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম চৌকিদার কে ঘটনা স্থলে পুলিশ আটক করেছে।
একই স্থান থেকে নড়িয়া সরকারী কলেজের সাবেক ভিপি মোস্তফা ও মাহাবুব সহ মোট তিন জনকে ঘটনা স্থল থেকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ এ বিষয় টি নিষ্চিত করেছেন।
এ ঘটনায় নড়িয়া বাসটার্মিনাল এলাকা সহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান আইন শৃংখলা রক্ষায় বাস কাউন্টার এর আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।