মোঃ মাসুদুর রহমান (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৪ শুরু হয়েছে। “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মাধ্যমে আয়োজন করেছে। ৩০জানুয়ারি মঙ্গলবার সকালে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারমান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন ফিতা কেটে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক। এসময় সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা (বিজ্ঞান) ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় জুনিয়র, সিনিয়র ও বিশেষ তিনটি গ্রুপে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করা হচ্ছে। আজ বুধবার ৩১ জানুয়ারি বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পরিসমাপ্তি ঘটবে।