মোঃ মাসুদুর রহমান
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে নানা আয়োজনে নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৪ পালন করা হয়েছে। আজ সোমবার সকালে দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানটির নিজস্ব চত্বরে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনাসভায় সভাপতিত্বে করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: শাবাহাত আলী সাব্বু। সহকারী প্রধান শিক্ষক শারমিন আক্তারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপাধ্যক্ষ নিঘাত সুলতানা, বাংলাদেশে স্কাউটস সৈয়দপুর রেলওয়ে জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।
অনুষ্ঠান আয়োজনে আহ্বায়কের দায়িত্ব পালন করেন গ্রন্থাগারিক রেহেনা সুলতানা। আলোচনাসভা শেষে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়।