নড়িয়ায় মৎস্য সংরক্ষণ অভিযানে ২০ হাজার টাকা জরিমানা ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
শরীয়তপুর জেলা প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু
আজকের ঝাটকা আগামী দিনের বড় ইলিশ এই প্রতিপাদ্য নিয়ে নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অন্য কোন অভিযান পরিচালনা করা হয়। ৪ জেলেকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার ( ০৮ই ফেব্রুয়ারী) সকাল থেকেই নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মৎস্য সংরক্ষণ মোবাইল কোট পরিচালনা করেন। পদ্মা নদীতে বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।এবং সুরেশ্বর মাছের আরৎ সহ কয়টি বাজারে মোবাইল কোট পরিচালনা করেন।
অভিযানে প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল সহ অন্যান্য জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনস্ট করা হয়।এ সময় ২৩০ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়। এবং ঝাটকা মাছ গুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় বিলিয়ে দেয়া হয়।
মোবাইল টিমের নেতৃত্ব দিয়ে থাকেন নড়িয়া উপজেলা ভূমি সহকারী অফিসার পারভেজ হাসান, নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন মৃধা। বাংলাদেশ নৌ বাহিনী, সুরেশ্বর নৌ পুলিশ ও নড়িয়া উপজেলা প্রশাসন সহ শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বৃন্দ।