সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ অপরাহ্ন

চট্রগ্রাম পটিয়ায় কৃষককে দায়ের কুপে হত্যার অভিযোগ

আবুল কাশেম আযাদ / ৫৪ বার পঠিত
আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৭:৩২ পূর্বাহ্ন

চট্রগ্রাম পটিয়ায় কৃষককে দায়ের কুপে হত্যার অভিযোগ

শনিবার( ১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম পটিয়া কেলিশহরে জানিক নাথ দে (৭৪) নামে এক কৃষককে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে একই এলাকার রূপাস দে’র বিরুদ্ধে। আজ সকালে জানিত নাথের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
জানা যায়, গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন সংবাদমাধ্যমকে সত্যতা নিশ্চিত করেন। নিহত জানিক দে পটিয়ার কেলিশহর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শচী দে’র ছেলে। পেশায় একজন কৃষক।

শুক্রবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় কৃষক জানিত নাথ দে কৃষি কাজ শেষে বাড়ি ফিরছিলেন। একই এলাকার মাদক ব্যবসায়ী রুপস দে মদ পানে মাতাল হয়ে জানিত দেকে অতর্কিতভাবে ধাড়ালো দা দিয়ে  মাথায় আঘাত করে। পরে নিহতের মরদেহ পাশ্ববর্তী একটি পুকুরে ফেলে দেয় হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ কৃষকের মরদেহটি উদ্ধার করে।
ওসি জসীম উদ্দীন বলেন, স্থানীয় এক কৃষককে কুপিয়ে পানিতে ফেলে দেওয়া হয়েছে এমন খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam