সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

গলাচিপায় চোর উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্য আহত, আটক ১

মুঃ জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী) / ৬২ বার পঠিত
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

গলাচিপায় চোর উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্য আহত, আটক ১ !

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদিতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরের তুলাতলীতে ধাওয়া দিয়ে এক গরু চোর আটক করে স্থানীয় জনসাধারণ । ঐ সময়ে জনসাধারণ ক্ষিপ্ত জনতার হাত থেকে গরু চোরকে উদ্ধার করতে গিয়ে উলানিয়া ফাঁড়ির এক পুলিশ কনস্টেবল সাহেব আলী আহত হন।

তথ্যে সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত আনুৃমানিক তিনটার উলানিয়া বন্দরের গরু চোরের আলাপ পেয়ে স্থানীয় জনসাধারণ ধাওয়া করে। পরে গরু চোর চক্র সদস্যরা ট্রলার নিয়ে আলীপুরার সিমানা থেকে দশমিনা গলাচিপা মধ্যস্থল বুড়াগৌরাঙ্গ নদীতে উলানিয়া ব্রিজের দক্ষিন পাশে এসে বাচাঁর জন্য নিজেই তাদের ট্রলারে আগুন লাগিয়ে নদীতে ঝাঁপ দেয় চোর সদস্যরা। পরে এলাবাসীর সহযোগিতায় ১জনকে আটক করা হয়, বাকি চোর পলিয়ে যেতে সক্ষম হয় বলে জানা যায়।

উলানিয়া বন্দরের তুলাতলীতে ধাওয়া দিয়ে গরু চোর ধরে স্থানীয় জনতা। ঐ সময়ে ক্ষিপ্ত জনতার হাত থেকে গরু চোরকে উদ্ধার করতে গিয়ে উলানিয়া ফাঁড়ির এক পুলিশ কনস্টেবল সাহেব আলী আহত হন।

তথ্যে সূত্রে জানা যায়, গরু চোরের আলাপ পেয়ে জনগন লড়াইতে লড়াইতে ট্রলার নিয়ে আলীপুরার সিমানা থেকে দশমিনা গলাচিপা মধ্যস্থল বুড়াগৌরাঙ্গ নদীতে উলানিয়া ব্রিজের দক্ষিন পাশে এসে চোর বাচাঁর জন্য নিজেই তাদের ট্রলারে আগুন লাগিয়ে নদীতে ঝাঁপ দেয় চোর। পরে এলাবাসীর সহযোগিতায় ১জনকে আটক করা হয়। এসময়ে স্থানীয়রা চোর চক্রের উপর আক্রমণ করলে, পুলিশের একটি দল উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে উলানিয়া বন্দর ফাঁড়িতে নিয়ে আসলে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ সদস্য মোঃ শাহেব আলীর মাথায় ইট পরলে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

এবিষয়ে গলাচিপা থানার ওসি মোঃ ফেরদৌস আলম খান জানান, ক্রিমিনাল বা অপরাধীদের ধরতে পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা নতুন নয়। আমরা জীবনের ঝুঁকি নিয়েই জনসাধারণ এবং রাষ্ট্রের সেবা দিয়ে আসছি। এছাড়া আহত পুলিশ সদস্যকে সর্বচ্চ চিকিৎসা প্রদান করা হয়েছে এবং উর্ধতন কর্তৃপক্ষ তাকে বিশ্রামের জন্য ছুটি প্রাদান করেছেন। এছাড়া জনতার হাত থেকে একজন চোর চক্রের সদস্য বরিশাল মেহেন্দি গঞ্জের আশা গ্রামের মৃতঃ জাহের মিস্তিরি ছেলে ফরিদ মিস্তিরি (৪০) কে আটক করা হয়েছে, আইনী প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam