দুইটি মামলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি দিদার@শুভ’কে রাজধানীর গুলশান এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
ডেস্ক রিপোর্টঃ
গতকাল ১৮ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ তারিখ দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার গুলশান থানাধীন লিংক রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিএমপি বরিশাল বিমান বন্দর জিআর নং-২৬৭/১২, (বিশেষ ট্রাইঃ), ধারাঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর এ(বি); জাল টাকার মামলায় ১৪ (চৌদ্দ) বছর ও ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা এবং বিমান বন্দর থানার জিআর নং-৪৩/১২, ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ); মাদক মামলায় ০৫ (পাঁচ) বছর ও ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা সহ মোট ১৯ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভূক্ত দীর্ঘদিন পলাতক আসামী মোঃ দিদারুল ইসলাম @ শুভ (৩৮), পিতা-মোঃ ফকরুল ইসলাম @ রোকন, সাং-রবীন্দ্রনগর, থানা-বিমান বন্দর, বিএমপি, বরিশাল’কে গ্রেফতার করে।