সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন

মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি / ৪৫ বার পঠিত
আপডেট টাইম : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৯:৩৩ পূর্বাহ্ন

মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

গ্রেফতারকৃতরা হলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট বোবড়া গ্রামের  মোজাম্মেল হকের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২২) ও ১ নং পাড়িয়া ইউনিয়নের রায়মহল নেন্দপাড়া গ্রামের মোঃ কিসমত আলীর ছেলে মোঃ সোহেল রানা (২৪) ও ঠাকুরগাঁও সদর উপজেলার ভাওলাহাট (তেতুলিয়া) গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ আব্দুর রহিম (৩২) সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ৯ জানুয়ারী ২০২৪ সালের মোঃ জসীম উদ্দিন মোড়ল তার মুদির দোকান বন্ধ করে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে বোবড়া ঈদগা এলাকায় অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি তাকে আটক করে। এবং তার হাত-পা বেঁধে ভুট্টা খেতে ফেলে দেয়। এরপর তারা মোটরসাইকেল ও তার দোকানের চাবি ছিনিয়ে নেয়। এরপর দোকানে গিয়ে তালা খুলে প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে আসে। এ বিষয়ে জসীম উদ্দিন বালিয়াডাঙ্গী থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মোড়লহাট এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকা তিন জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত  আসামিদের জিজ্ঞাসাবাদের দেওয়া তথ্য মতে পীরগঞ্জ ভোমরাদহ গাজিপাড়া মোঃ আমির হোসেন ওরফে ভুট্টুর বসতবাড়ি হতে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam