নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিষ্ঠানটির মাঠে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক।
পুরস্কার বিতরণী সভায় আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, এমপি পত্নী ইয়াসমিন আলম, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মশিউর রহমান। সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদলসহ শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি রেয়াজুল আলম রাজু।
অনুষ্ঠানে ৫২টি ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থী, যেমন খুশি সাজো, ডিসপ্লের বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। সুন্দর এই আয়োজনের জন্য সকলেই প্রশংসা করেন আয়োজনকারী শিক্ষাপ্রতিষ্ঠানটির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্যেষ্ঠ প্রভাষক সাজ্জাদ হোসেন ও শিক্ষক রাজিয়া সুলতানা।