সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন

স্বদেশ স্কুল এন্ড কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৬৪ বার পঠিত
আপডেট টাইম : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৩:৩০ অপরাহ্ন

স্বদেশ স্কুল এন্ড কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশেষ প্রতিনিধি:

রাজধানীর কদমতলী থানাধীন ২৪ফেব্রুয়ারি শনিবার পূর্ব কদমতলী স্কুল সংলগ্ন মাঠে স্বদেশ স্কুল এন্ড কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করে থাকে। শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সানজিদা খানম, সাবেক সাংসদ সদস্য ঢাকা ৪ ও কার্যনিবার্হী কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা শাপলা খানম, থানা শিক্ষা অফিসার,শ্যামপুর ঢাকা, জনাব মোঃ ইমতিয়াজ আহম্মেদ খান,(সিএম) চিফ ফাইন্যান্সসিয়াল অফিসার, (সিএফও ইসলাম অক্সিজেন লিঃ), জনাব মোঃ জহিরুল ইসলাম অধ্যক্ষ, পূর্ব কদমতলী ইসলামিয়া মাদ্রাসা, জনাব মোঃ মমিনুল ইসলাম, অধ্যক্ষ – মোহাম্মদবাগ আদর্শ কলেজ, জনাব মোঃ তাজুল ইসলাম, সহকারি শিক্ষক, সলিমউল্লাহ সেলিম সরকারি প্রাঃ বিদ্যাঃ, জনাব মোঃ বুলবুল রশিদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী, জনাব মোঃ কামাল হোসেন, সভাপতি, ৫৯ নং ওয়ার্ড যুবলীগ।

এ সময় কলেজের অধ্যক্ষ লে. কর্নেল কে এম সোলায়মান আল মামুন এবং  আমন্ত্রিত সামরিক অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বেসামরিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে বর্ণাঢ্য প্রতিযোগিতাটি সাফল্যম-িত করেন।
শিক্ষার্থীদের প্যারেড ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রায় ৪০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক’ একটি নান্দনিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধি, ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়। অতিথিরা ডিসপ্লের ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রম ও সৃজনশীল কাজে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পরামর্শ দেন।
তথ্য-প্রযুক্তিতে জ্ঞান ও দক্ষতা অর্জন করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য শিক্ষার্থীদের তিনি উপদেশ দেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন।
প্রতিষ্ঠানটিতে অর্জিত শিক্ষা ও সহশিক্ষায় সাফল্যের গৌরবোজ্জ্বল ধারাটি অক্ষুন্ন রাখার জন্যে শিক্ষক ও শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল জব্বার সরকার, সভাপতি, স্বদেশ স্কুল এন্ড কলেজ।

সঞ্চালনায় ছিলেন মোঃ শাহজাহান শিকদার, সাবেক সভাপতি, স্বদেশ স্কুল এন্ড কলেজ এবং জিন্নাত আর বেবি, শিক্ষিকা, স্বদেশ স্কুল এন্ড কলেজ।

অনুষ্ঠানের সমাপ্তিতে প্রতিযোগিদের হাতে পুরস্কার বিতরণ করা হয়ে থাকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam