কবিতার নাম: “পুরুষ মানুষ”
কবি মো: জাহাঙ্গীর আলম বেপারী
“পুরুষ মানুষ” বিধাতার প্রদত্ত অতন্দ্র প্রহরী,
চোখেনেষা, মুখে ঘাম, ক্লান্ত রয় অভিরাম।
স্ত্রী-সন্তান, ভাই-বোন, বাবা-মা ও আপন-জন,
সবেমিলে গুন্জন সদারাখে দৃস্টিমন।
নাখেয়ে খাওয়ায় তারা নাপড়ে পড়ায়,
সংসারে সুখদেখলে তারা যেন জিতেযায়।
কে আাছে কেমন তাহা ভাবে সদাসয়,
নিজের খেয়াল কভু মনে নাহিরয়।
সখ-আহলাদ নেইবুঝিতার সংসারের মোহে
পুরুষ মানে ঘানির মেশিন ঘানিটেনেই চলছে।