মোঃ এমদাদুল হক
জামালপুর জেলা প্রতিনিধি:
৮ মে ২০২৪খ্রীস্টাব্দ বুধবার অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর সদরে মোটরসাইকেল প্রতীকে ৬৪,৭৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাবু বিজন কুমার চন্দ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এডভোকেট মো: হাফিজুর রহমান স্বপন কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৬১,৪১৯ ভোট। কলস প্রতীকে ৮৬,৬৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নাজনীন আক্তার।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহসিনা মৌসুমী ফুটবল প্রতীকে ৫৪,৯৭৯ ভোট পেয়েছেন।
উড়োজাহাজ প্রতীকে ৫৩৬৫২ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আখতারুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: নাজমুল হোসাইন তালা প্রতীকে পেয়েছে ৪০৭ ০১ ভোট।