রাজধানীর শ্যামপুর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে শ্যামপুর মডেল থানা।
শুক্রবার দিবাগত রাতে রাজধানীর শ্যামপুর থানাধীন এলাকায় ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে শ্যামপুর মডেল থানা পুলিশ। ঘটনায় জড়িত আসামীগণ সক্রিয় ডাকাত দলের সদস্য। ঘটনার দিন ভোর ০৩:১০ ঘটিকায় আসামীগণ পূর্ব পরিপরিকল্পিতভাবে শ্যামপুর থানাধীন শ্যামপুর খানাধীন ঢাকা মাওয়া এক্সপ্রেস ওযের ঢাকা আউট গোয়িং রোডস্ক পোস্তগোলা ব্রীজের ঢাল পাকা রাস্তার উপর ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়।
এসময় ডাকাত দলের সদস্যদের নিকট হইতে উদ্ধার করা হয়, ১টি ভোল্ট কার্টার, ০২টি ষ্টিলের কার্টার, ০৩টি ছোট টর্চ লাইট, ০১টি টর্চ লাইট, ০১টি পিকআপ।
এসআই সাকিব হোসেন তার উল্লেখিত সংবাদের ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে, তাহাদের নির্দেশ মোতাবেক এসআই সাকিব হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রি ০৩:৪০ ঘটিকার সময় শ্যামপুর থানাধীন পোস্তগোলা ব্রীজের ঢালে পাকা রাস্তার উপর হইতে ডাকাত দলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানাযায়, আসামীসহ পলাতক আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
তাহারা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে বলে স্বীকার করে।