দু:স্থ মা ও গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরন করেন ডিএমপির’ট্রাফিক ওয়ারী বিভাগ
বিশ্ব মা দিবস উপলক্ষে ট্রাফিক ওয়ারী বিভাগের উদ্যোগে যাত্রাবাড়ী ও জুরাইন ট্রাফিক বক্সে দুস্থ মা ও গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরন করেছেন ডিএমপির’ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার আশরাফ ইমাম।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুলতানা ইশরাত জাহান, সি: সহকারী পুলিশ কমিশনার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস ও তানজিল আহমেদ, যাত্রাবাড়ী ট্রাফিক ইন্সপেক্টর পবিত্র বিশ্বাস,জুরাইনের ইসমাইল হোসাইন, পোস্তাগোলার মুনির আহমেদ।
১২মে রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে যাত্রাবাড়ী মোড়ে অনুষ্ঠান শুরু করেন ট্রাফিক বিভাগের উপ- পুলিশ কমিশনার আশরাফ ইমাম, অনুষ্ঠানের শুরুতে তিনি বলেন,
মাননীয় কমিশনার স্যারের নির্দেশে বিশ্ব মা দিবস উপলক্ষে দু:স্থ মা দের অন্তত একবেলা ভাল খাবার খাওয়াতে পারি। মানিবক পুলিশের উদহারন টেনে তিনি বলেন, পুলিশ হবে মানবিক অন্তত একবেলা মাদের ভাল খাবার খাওয়ানোর মধ্য দিয়ে এই যাত্রা শুরু হোক৷
প্রায় আড়াইশ দু:স্থ মা ও গরিব অসহায় মানুষের মাঝে এ সময় থাবার বিতরন করা হয়। পরে দুপুর ১ টার দিকে জুরাইন ট্রাফিক বক্সেও একই কর্মসূচী পালন করা হয়৷