গুলিস্তান নবাবপুর রোডে ট্রাফিক লালবাগ বিভাগ অভিযান পরিচালনা করে অবৈধ পার্কিং অপসারণ করে রাস্তা সচল করেন।
জনাব রাজিব গাইন এসি ট্রাফিক ফুলবাড়িয়া সাহেবের নেতৃত্বে ফুলবাড়িয়া ট্রাফিক জোনের টি আই আতিকুজ্জামান খান টিআই তরিকুল সহ অন্যান্য অফিসারের সমন্বয়ে অভিধান পরিচালনা করা হয়।
সরে জমিনে দোকান মালিক ও ব্যবসা পরিচালনাকারী মোঃ শফিউল্লাহ সাথে কথা বলে জানা যায় ট্রাফিক পুলিশ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেন এবং মাঝে মাঝে নবাবপুর রোডের ভিতরে ডিউটি করেন। যদি সব সময় নবাব পোর রোডের ভিতরে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকে তাহলে আমরা স্বস্তিতে ব্যবসা পরিচালনা করতে পারি।
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়িয়া ট্রাফিক জোনের এসি ট্রাফিক জনাব রাজীব গাইন জানান জনবল সংকটের কারণে সব সময় নবাবপুর রোডের ভিতর ট্রাফিক পুলিশ মোতায়েন করা সম্ভব হয় না। জনবল বৃদ্ধি পেলে আমরা সব সময় ব্যবস্থা রাখবো।
তিনি আরো জানান নবাবপুর ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে ১৪ জন কমিউনিটি পুলিশ আমাদের সাথে কাজ করছে
রাস্তা সচল হওয়াতে স্থানীয় ব্যবসায়ী এবং রাস্তায় চলাচলকারী সকলেই ট্রাফিক পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।