দুলাল ডোমের মৃত্যু’তে শোকের ছায়া ডোম সম্প্রদায়ের
একতা ডোম সমাজ যুব পূর্জা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, শ্যামপুর ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, শ্যামপুর থানা, সম্মানিত সভাপতি “দুলাল ডোম” বুধবার ২২মে রাত ১১:৩০ মিনিটের সময় পরালোক গমন করেন।
দুলাম ডোম মৃত্যুকালে তার স্ত্রী ও দুই মেয়ে এবং এক ছেলে সন্তান রেখে ইহকালের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। পরে দুপুর ২টার সময় তার লাশের সৎকার করা হয়ে থাকে।
তার মৃত্যু’তে পরিবারের সদস্যরা ও ডোম সম্প্রদায় গভীর শোকাহত হয়ে পরেন। এসময় স্থানীয় কাউন্সিলর ও ডোম সম্প্রদায়ের ব্যক্তিরা তার পরিবারকে সমবেদনা জানান।
দুলাল ডোমের মৃত্যু’তে বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি জানান, তুলশী সংঘ – প্রতিষ্ঠাতা, টনি ডোম, বাংলাদেশ ডোম সমাজ উন্নয়ন সমিতি, নারায়ণগঞ্জ সাত গ্রাম পঞ্চায়েত কমিটি, পোস্তগোলা সাতগ্রাম পঞ্চায়েত কমিটি, এগারো গ্রাম ডোম সমাজ পঞ্চায়েত কমিটি ও অনান্য ব্যক্তিগন’রা শ্রদ্ধাঞ্জলি জানান।