বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে অপপ্রচার ও কুটূক্তি করার অভিযোগে শাহবাগ থানায় জিডি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাধীনতার সপক্ষের শক্তি আওয়ামিলীগের বিরুদ্ধে অপপ্রচার ও কটূক্তির অভিযোগে আজ শুক্রবার ৩১মে শাহবাগ থানায় শাহরিয়ার হোসেন শাকিব (২৫) নামক ব্যক্তির নামে, জয়ন্ত কুমার ঘোষ (২৯) সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর থানায় জিডি করে থাকেন।
এ বিষয়ে জানা যায়, শাহরিয়ার হোসেন শাকিব তার ফেসবুক আইডি থেকে বেশ কিছুদিন যাবত, বর্তমান সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী, বিভিন্ন প্রকার পোষ্ট করে ফেসবুকের মাধ্যমে অপপ্রচার করে যাচ্ছেন।
এর ধারাবাহিকতায়, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি জয়ন্ত কুমার ঘোষ শাহবাগ থানায় এসে শাহরিয়ার হোসেন শাকিব এর বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করে থাকেন। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান।