নিখোঁজ ছাব্বির কে পরিবারের কাছে ফিরিয়ে দিল জুরাইন ট্রাফিক বক্সের টিআই ইসমাইল।
বিশেষ সংবাদদাতাঃ
কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর ছাব্বির কে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে ট্রাফিক ওয়ারী বিভাগ। শুক্রবার ৩১ মে ট্রাফিক ওয়ারী বিভাগের জুরাইন বক্সের টিআই ইসমাইল হোসেন এবং সার্জেন্ট ইয়াসিন মিনা ছাব্বির কে তার ভাই কাউসার এর হাতে বুঝিয়ে দেয়। নিখোঁজ ভাই কে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা কাউসার শিকদার।
নিখোঁজ ছাব্বির এর পারিবারিক সূত্র জানায়, কুমিল্লার চান্দিনা উপজেলার রানীছরা এলাকার বাসিন্দা হাইতুল্লা শিকদারের ছেলে ছাব্বির গত ২৫ মে এলাকা থেকে হারিয়ে যায়,শত খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি, এলাকায় মাইকিংয়ের মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিখোঁজ সংবাদ প্রচার করে সন্ধ্যান চলতে থাকে। পাঁচ দিন পর ওয়ারী ট্রাফিক বিভাগের দেওয়া ফোনকলের মাধ্যমে তারা নিখোঁজ ছাব্বির এর সন্ধান পায়। পরবর্তীতে বড় ভাই কাউসার শিকদার দ্রুত কুমিল্লা থেকে ঢাকায় জুড়াইন ট্রাফিক পুলিশ বক্সে এসে ছাব্বির কে বাড়িতে পরিবারের কাছে নিয়ে যায়।
এবিষয় টি জুরাইন ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) ইসমাইল হোসেন নিশ্চিত করেছেন।
ছাব্বির এর বড় ভাই কাউসার শিকদার বলেন, ভাইয়ের খোঁজ পাওয়ায় ট্রাফিক ওয়ারী বিভাগকে ধন্যবাদ জানাই। টিআই ইসমাইল হোসেন স্যার ও সার্জেন্ট ইয়াসিন মিনা কে কৃতজ্ঞতা জানাই। ভাই কে পেয়ে অনেক খুশি হয়েছি আমরা।