সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন

শ্রীপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের নবনির্বাচিত ৩ জনপ্রতিনিধির দায়িত্ব গ্রহণ 

মোঃ মিরাজ শেখ, মাগুরা জেলা প্রতিনিধি: / ৩৩ বার পঠিত
আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১:৩৫ অপরাহ্ন

শ্রীপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের নবনির্বাচিত ৩ জনপ্রতিনিধির দায়িত্ব গ্রহণ 
মাগুরার শ্রীপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন, পুরুষ ভাইস চেয়ারম্যান বাবুল রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে  উপজেলা পরিষদের নবনির্বাচিত এই তিনজন জনপ্রতিনিধি তাদের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তাদের সমর্থক নেতা-কর্মীগণ শ্লোগান দিতে দিতে উপজেলা পরিষদ চত্বরে আসেন।
উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন নিজ কক্ষে আসন গ্রহণ করেন এবং ফটোসেশনে অংশ নেন। পরে তিন নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা পরিষদের মাসিক  সমন্বয় সভায় যোগ  দেন। সেখানে তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল। মসাসিক সমন্বয় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলা পরিষদের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে জয়লাভের পর গত ৬ জুন খুলনা বিভাগীয় কমিশনার নবনির্বাচিত এই তিনজন জনপ্রতিনিধিদেকে শপথবাক্য পাঠ করান। পরবর্তিতে পৃথক পৃথকভাবে তাদের নামে গেজেট প্রকাশ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam