খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের মতবিনিময় ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার আগমনে প্রস্তুতি সভা।
পার্বত্য খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের মতবিনিময় ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক সফল চেয়ারম্যান(প্রতিমন্ত্রী মর্যাদা), সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার খাগড়াছড়ি আগমন উপলক্ষে জিয়া পরিষদের পক্ষ থেকে বরনের জন্য প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত শনিবার ২৪ই আগষ্ঠ কলাবাগানস্থ এমপির বাসায় বৈঠক রুমে আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ মুজাম্মেল হক, স্বাগত বক্তব্য রাখেন জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি ত্রিনয়ন চাকমা,মাটিরাংঙ্গা উপজেলা সভাপতি হারুন উর রশিদ,গুইমারা উপজেলা সভাপতি মোহাম্মদ আলী,মানিকছড়ি উপজেলা জিয়া পরিষদের সদস্য মো আবদুর রাজ্জাক, আবু তাহের,,পানছড়ি উপজেলা সভাপতি আবুল বাশার,সাধারন সম্পাদক সাদেক আলী,সদর উপজেলা সভাপতি এডিশন চাকমা,জেলা জিয়া পরিষদের প্রচার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, জেলা জিয়া পরিষদের সিনিয়র যুগ্ন-সম্পাদক মনিরুল ইসলাম, সভা-সভাপতি জাকির হোসেন,সহ-সভাপতি নাছরিন আক্তার, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর নরুল আফসার প্রমূখ।
মতবিনিময় সভায় সভাপতি সংগঠনের কার্যক্রম আরো গতিশীল, ফান্ড গঠন, কর্মী সম্মেলন এর বিষয়ে দিন নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
বক্তারা বিগত দিনে আওয়ামী লীগের দূ-শাসন ও নানাভাবে হয়রানির স্বীকার,মামলা-হামলা তিব্র নিন্দা জানান। এখন সবাইকে এক হয়ে কাজ করে ওয়াদুদ ভূইয়ার হাতকে শক্তিশালী করার আহব্বান জানান।