হাতিয়ায় নিজ উদ্যোগে ব্লকবাঁধ,ফেরি,নিয়ে কাজ করবে – সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিম।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি,বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের ও বন্যায় মারা যাওয়া ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনায় এবং ছাত্র জনতার আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা ও বন্যা কবলিত মানুষের দুর্ভোগ লাঘবের জন্য দোয়ার আয়োজন করেন হাতিয়া উপজেলা বিএনপি।
(১লা সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় হাতিয়া উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণে,জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে,বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালামের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম ও তার সহধর্মিণী শামিমা আজিম,এছাড়া আরও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সহ-সভাপতি নিজাম চৌধুরী,সহ-সভাপতি এডঃ ইউনুছ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ,
পৌরবিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম,পৌরবিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন,পৌরবিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিছানুল আলম লেলিন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,হাতিয়ার সবচেয়ে প্রধান সমস্যা নদী ভাঙ্গা,চানন্দী, হরণী,নলচিরা ইউনিয়ন খুবই জোরে ভাঙ্গছে। তাই অতি দ্রুত নদী ভাঙ্গা রোধ করা জরুরী। যদি সরকারি ভাবে ব্লকবাঁধ না করে তাহলে আমরা নিজেদের উদ্যোগে করার চেষ্টা করবো।এছাড়া চেয়ারম্যানঘাট থেকে স্রীট্রাকের ব্যবস্থা আরও উন্নতি করবো।যাতে যাত্রীরা চলাচলপথে বাঁধার মুখে না পড়ে।এছাড়া ফেরি আনার বিষয়ে যতটুকু সহযোগিতা প্রয়োজন তা আমি করবো।
পরে অনুষ্ঠান শেষে খালেদাজিয়ার রোগমুক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করা হয়।