ছবি – সংগ্রহীত
এবার এক হত্যা মামলায় শামীম-আইভী আসামি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনারুল ইসলাম (২৯) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আসামি করে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মিনারুলের ভাই মো. নাজমুল হক (৩৪) সিদ্ধিরগঞ্জ থানায় ১৩০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেন। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।
মামলার এজাহারের উল্লেখ করা হয়, নিহত মিনারুল ইসলাম পেশায় পোশাককর্মী ছিলেন। গত২০ জুলাই মিজমিজির মজিববাগ এলাকার মজিব ফ্যাশনের সামনে রাত সাড়ে ৭টার দিকে চলতি পথে গুলিবিদ্ধ হন।পরে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা খানপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।