সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন

নরসিংদীতে বাস চা পা য় মোটরসাইকেল আরোহী নি*হ*ত

রিয়াজ উদ্দিন / ২৭ বার পঠিত
আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন

নরসিংদীতে বাস চা পা য় মোটরসাইকেল আরোহী নি*হ*ত

নরসিংদীতে বাস চাপায় আরিফ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৯ টার, দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আরিফ ঢাকা কেরানীগঞ্জে হিজলতলার পশ্চিম বাজনা এলাকার রফিকুল ইসলামের ছেলে। আর আহত হলেন, আরাফাত, হাবিব ও জয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুরান ঢাকার লালবাগ এলাকার আরিফ, আরাফাত, হাবিব ও জয় নামে এই চারজন সিলেটে মাজার জিয়ারত শেষে মোটরসাইকেলে বাড়ী ফিরছিল। দুটো মোটরসাইকেল যোগে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইল এলাকা আব্দুল কাদির মুন্না সিটি কলেজের সামনে এসে পৌঁছলে সিলেট থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের নিয়ন্ত্রণ হারানো বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস পিছদিক থেকে মোটরসাইকেল দুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফ নিহত হন এবং বাকী তিন আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসে। আহতরা বর্তমানে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

ইটাখোলা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস বলেন, ইতিমধ্যে পরিবারকে জানানো হয়েছে। মরদেহ গ্রহণ করতে তারা আসতেছে বলে জানা গেছে। এদিকে ঘাতক বাসটিকে জব্দ করা গেলেও বাস চালক ও হেলপার পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam