সখিপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে শরীয়তপুর জেলার সখিপুর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যায় সখিপুর বাজারে থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়কের অফিসে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা মোঃ ফাইজুল ইসলাম সরদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সখিপুর থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও কারানির্যাতিত যুবনেতা মোঃ শাহাদাৎ হোসেন বেপারী।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান সান্টু ঢালী, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নান্নু মাল, ডিএম খালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিমন সরকার, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হানিফ চোকদার, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সফিক বেপারী, সখিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বেপারী, ডিএম খালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহাসিন মল্লিক, দলীয় নেতা হাবীব ঢালী, সাইফুল বেপারী, সাইফুল গাজী, মাহাবুব হাওলাদার, আবু বক্কর সরদার, সবুজ মাঝী সহ দলীয় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে সারাদেশের দলীয় নেতাকর্মী ঐক্যবদ্ধ। আর শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক এমপি আলহাজ্ব মোঃ সফিকুর রহমান কিরণ এর নেতৃত্বে সখিপুর থানা তথা শরীয়তপুর জেলার দলীয় নেতাকর্মী ঐক্যবদ্ধ। আমরা তাকে আগামী নির্বাচনে আবারও বিএনপির মনোনীত এমপি প্রার্থী হিসেবে পেতে চাই। আমাদের আশা ও বিশ্বাস তিনি নির্বাচিত হয়ে মন্ত্রীও হবেন, ইনশাআল্লাহ। এজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।