রায়পুরায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ”এ স্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার(১৫ অক্টোবর)বেলা এগারোটায় উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ইকবাল হাসান সভাপতিত্ব করেন।সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)শফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো:সামালগীর আলম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ইয়াসিন, রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, বিয়াম ল্যাবরেটারি স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম এবং এর প্রয়োজনীয়তা বিষয়ে একটি চিত্র প্রদর্শনী দেখানো হয়।