শরীয়তপুরে জমি সংক্রান্ত জেরে জামায়াত নেতা খু ন
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজুল ইসলাম মাঝি (৫৫) নামে এক জামায়েত নেতা খুন হয়েছেন।
বুধবার গত ১৬ অক্টোবর, নিহত শিরাজুল ইসলাম ইউনিয়ন বাইতুন মাল সম্পাদক ও মৃত নুরুল বক্র্র মাঝির ছেলে। পুলিশ শুত্রে যানা যায়, দীর্ঘ দিন ধরে তার ভাতিজা জাহাঙ্গীরের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল , তারই ধারা বাহিকতায় বুধবার উভয় পক্ষের মধ্যে কথা কাটা কাটি পরে মারামারি সৃস্টি হয়।
এ সময় জাহাঙ্গীরের ছেলে শরিফ লোহার বড় রড দিয়ে সিরাজের মাথায় উপর আঘাত করে এতে – সিরাজ মাটিতে পরে যান। পরে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্র্যে নিয়ে গেলে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ব্যাপারে ডামুড্যা থানা – ওসি হাফিজু রহমান( মানিক) বলেন, খবর পেয়ে ঘটনাস্হল থেকে লার্শ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।