পাবনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পাবনা জেলা পুলিশ সুপার মো: মোরতোজা আলী খান’র নির্দেশনায় পাবনা জেলা কে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে পাবনা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। তারই ধারাবাহিকতায় পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালামের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (অপারেশনস্) সঞ্জয় কুমার সাহার নেতৃত্বে এসআই মাহবুবুল আলম, এসআই রাসেল মিয়া, এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পাবনা থানার একটি চৌকস আভিযানিক দল ১৯অক্টোবর রাত ৩ টা ৫৫ মিনিটে পাবনা থানাধীন লাইব্রেরী বাজারস্থ জেলা প্রাণিসম্পদ অফিসের সামনে অভিযান পরিচালনা করে ১৬০পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়: পাবনা পৌরসভাধীন লাইব্রেরি বাজার এলাকার সেকেন্দার আলীর ছেলে ইসমাইল (৫৫) ও মৃত শের আলী খাঁর ছেলে রুবেল (৩৪)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পাবনা থানায় নিয়মিত মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।