ঢাবির আইবিএ এর সদ্য সাবেক পরিচালক আবু ইউসুফ আব্দুল্লাহ সহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা।
প্রতারণা ও জালিয়াতির মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সাবেক পরিচালক ও প্রাসাদ গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ আব্দুল্লাহ সহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন চীফ মেট্রোপলিটন আদালত,ঢাকা।
সোমবার (২৮ অক্টোবর-২৪) ঢাকার চীফ মেট্রোপলিটন আদালতে বনানী থানার একটি মামলায় জামিন চাওয়া হলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। আসামীরা হলেন-প্রাসাদ গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ আব্দুল্লাহ, (২) সাদ আল জাবির আব্দুল্লাহ, (৩) কমোডর এম মনিরুল ইসলাম, (৪) শেখ মাহবুবুর রহমান, (৫) ওমর ফারুক সবুজ, (৬) সাইফুল ইসলাম সেলিম মুন্সি ও (৭) রিয়াজুল আলম।
আদালত সূত্রে জানা গেছে, প্রতারণা, অর্থ আত্মসাৎ, ছাত্র-ছাত্রীদের উপর শারীরিক নির্যাতনসহ সরকার ও বিএমডিসির অনুমোদন ছাড়া পর পর দুটি শিক্ষা বর্ষে ছাত্র ভর্তির মাধ্যমে বিভিন্ন ভাবে ছাত্র-ছাত্রীদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, ডাক্তার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ না করে অর্থ আত্মসাৎ করেন।
এ বিষয়ে বনানী থানায় একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীদের দায়ের করা এক মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ও প্রাসাদ গ্রুপের চেয়ারম্যানের জামিন বাতিল করে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
অপর একটি মামলায় কমোডর এম মনিরুল ইসলাম কারাগারে থাকায় এই মামলায় তাকে পিডব্লিউ ইস্যু করেন ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।