নতুন বাংলাদেশ বিনির্মাণ গঠনে জনগণের ঐক্যের বিকল্প নাই ভিপি নূর।
দক্ষিণ বাংলার কৃতি সন্তান গণমানুষের বন্ধু সাবেক ডাকসুর ভিপি গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নিজ উপজেলায় শুভ আগমন গণসংবার্ধনা উপলক্ষে জনসভা থেকে জন সমুদ্রে পরিনিত হয়।
পটুয়াখালীর গলাচিপা হাইস্কুল খেলার মাঠ প্রাঙ্গণ হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। ২৯ অক্টোবর মোঙ্গলবার দুপুর দুইটার পর থেকে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড মহল্লা থেকে ব্যানার ফেস্টুন ও খন্ড খন্ড মিছিল নিয়ে আসেন নেতা কর্মীরা। এসময় কানায় কানায় ভরে যায় হাই স্কুল খেলার মাঠ প্রাঙ্গন সহ আশপাশের বাড়ি দোকান ঘরের ছাদ।
বিকাল ৪ টার সময় গলাচিপা গণঅধিকার পরিষদের আয়োজনে উপজেলার গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজ মাস্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাবেক ডাকসুর ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা কেন্দ্রীয় পটুয়াখালী জেলা উপজেলা সহ ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ সমর্থক উৎসূক জনসাধারণ।
গণসংবার্ধনায় গনঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হক নূর তার বক্তব্যে বলেন, ফ্যাসিষ্ট সরকার জনসাধারণের নাগরিক অধিকার কেড়ে নিয়ে তার স্বৈরাচারী নিপিরণ, নির্যাতন চালিয়ে দেশকে বানিয়েছে এক নায়কতন্ত্র সরকার। দেশের নির্যাতিত জনসাধারণ, ছাত্র- জনতা বিপ্লব ঘটিয়ে তাজা রক্তের বিনিময়ে এই স্বৈরাস্বাশক ফ্যাসিষ্ট হসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আমরা আর কোন ফ্যাসিষ্ট স্বৈরাশাসক সরকার চাইনা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারো রাজনৈতিক সরকার নয়। তাই সরকারের আমলারা জনসাধারণের উপর কোন বৈষাম্য সৃষ্টি করবেননা। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করে নতুন বাংলাদেশ বিনির্মাণ গঠন করতে জনসাধারণের ঐক্যের বিকল্প নাই। এসময়ে তিনি আগামি জাতীয় সংসদীয় নির্বাচনে পটুয়াখালী (৩) আসনে অংশগ্রহণ করার আশ্বাস দিয়ে জনসাধারণের দোয়া কামনা করেন।