সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফরহাদ ভবন ও মির্জা নওজেশ হোসেন ভবন উদ্বোধন

মোঃ মিরাজ শেখ / ১৮ বার পঠিত
আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফরহাদ ভবন ও মির্জা নওজেশ হোসেন ভবন উদ্বোধন।
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফরহাদ ভবন ও মির্জা নওজেস হোসেন অনার্স ভবন শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে । উপজেলার নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজিত (৩০ অক্টোবর) বুধবার সকালে অত্র কলেজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ফরহাদের স্মৃতি ফলক উন্মোচন, জাতীয় পতাকা উত্তোলন, মির্জা নওজেশ হোসেন অনার্স ভবন উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খান ফয়জুর রহমানের সার্বিক পরিচালনায় – নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি এড• আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের, জেলা কৃষক দলের আহবায়ক রুবায়েত হোসেন খান, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ ফখরুদ্দিন মিজান প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দারিয়াপুর ডিগ্রী কলেজের ভাইস পিন্সিপাল আতিয়ার রহমান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ফরহাদ হোসেন ২০২৪ সালের ৪ আগস্ট মাগুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন। তিনি নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam