সীতাকুণ্ডে বিপুল মাদকদ্রব্য সহ আটক
চট্টগ্রামের সীতাকুণ্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৯৭ বোতল ফেন্সিডিল ও ২১ কেজি গাঁজা উদ্ধারসহ মাদকচক্র সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
সোমবার (৪ নভেম্বর) ভোর ৪টার সময় উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাব-৭, চট্টগ্রামের একটি টিম এই অভিযান পরিচালনা করেন।এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়, যার রেজিঃ নং-যশোর-ট-১১-১৮৯৩।
র্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকচক্র সিন্ডিকেটের দুই সদস্যকে ১৯৭ বোতল ফেন্সিডিল ও ২১ কেজি গাঁজাসহ সীতাকুণ্ড থানাধীন চেয়ারম্যান ঘাটা এলাকা থেকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ীও জব্দ করা হয়। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।