সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী আন্দোলনে শামীম হ ত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রে ফ তা র

ডেস্ক রিপোর্ট / ১৫ বার পঠিত
আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ২:১৪ অপরাহ্ন

বৈষম্য বিরোধী আন্দোলনে শামীম হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী জুলিয়া আক্তার গ্রেফতার

মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোঃ শামীম হাওলাদার হত্যা মামলায় যুব মহিলা লীগের নেত্রী জুলিয়া আক্তারকে গ্রেফতার করেছে ডিএমপির রূপনগর থানা পুলিশ।

মঙ্গলবার ৫ নভেম্বর রাত ১২:০৫ ঘটিকায় রূপনগর থানাধীন আবাসিক এলাকার ২৩ নং রোডে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুলিয়া আক্তার রূপনগর থানা যুব মহিলা লীগের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

রূপনগর থানা সূত্রে জানা যায়, রাজধানীর রূপনগর এলাকায় মোঃ শামীম হাওলাদার হত্যার ঘটনায় তার চাচাত ভাই সম্রাট হাওলাদার গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রূপনগর থানায় একটি হত্যা মামলা রুজু করেন। মামলার এজাহারে বলা হয়, গত ২০ জুলাই ২০২৪ তারিখ বিকেলে রূপনগর এলাকার প্রশিকা মোড়ে হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে মিছিল করছিল।

এ সময় মিছিলরত ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শামীম হাওলাদার বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত শামীমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র থেক আরও জানায়, এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শামীম হাওলাদার হত্যায় তদন্তে প্রাপ্ত আসামী জুলিয়া আক্তারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপনগর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam