গলাচিপায় বিএনপি’র বিশাল জনসভায় জনসমুদ্রের ঢল
৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ টায় ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা হাইস্কুল খেলার মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন এর উপস্থিতিতে দীর্ঘ ১৭ বছর পরে উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভাস্থালে বেলা গড়ার সাথে সাথে হাজার হাজার বিএনপি নেতৃবৃন্দের পদভারে ব্যানার ফ্যাষ্টুন নিয়ে জনসমুদ্রে পরিনত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, উপজেলা যুবদল আহবায়ক মো. শাহিন খন্দকার, উপজেলা ছাত্রদল আহবায়ক মো. দূর্জয় রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হাসান মামুন বলেন,দীর্ঘ সতের বছর ফ্যাসিষ্ট সরকারের স্বৈরচারী থেকে ছাত্র জনতার আন্দলোনের বিপ্লবী আন্দলোনে শত শত ছাত্র-জনতার তাজা জীবন ও রক্তের বিনিময়ে একটি স্বাধীনতা ফিড়ে পেয়েছে। তাই এই স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী বিএনপি নেতৃবৃন্দ কর্মী সমর্থকদের ধৈর্য্যের সাথে সু-শৃঙ্খল ভাবে জনসাধারণের পাশে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাকে মনোনয়ন দিবেন,পটুয়াখালী দশমিনা- গলাচিপার বিএনপি সমর্থ সার্বিক ভাবে সহযোগীতা করবে। এছড়া যদি জনসাধারণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দেন পটুয়াখালী -৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করে জাতীয় সংসদে আপনাদের পাশে থেকে গলাচিপা – দশমিনা উপজেলাকে একটি পূর্নাঙ্গ আধুনিক উপজেলা উপহার দিতে সর্বস্তরের জনসাধারণের সহযোগীতা কামনা করেন।
জনসভায় জেলা- উপজেলা বিএনপি, মহিলাদল, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ্।