জনগণের ক্ষমতা জনগন কে ফিরিয়ে দিতে চাই – বিএনপির ভাইস চেয়ারম্যান শাহাজান।
নোয়াখালীতে ৭ নভেম্বর সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহাজাহান বলেন- আমি জনগনের ক্ষমতা জনগন কে ফিরিয়ে দিতে চাই।যত টুকু সম্ভব এ ঐতিহাসিক দ্বায়িত্ব টা পালন করবো।
বৃহস্পতিবার(৭ নভেম্বর) দুপুরে বিল্পবী সংহতি দিবস মাইজদীর পৌর বাজারে আয়োজিত সভায় এসব কথা বলেন।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমরা গত ১৭ বছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে পারিনি। আমাদের দেশের ছাত্র, জনতা, মেহনতী মানুষ, বিএনপির হাজার হাজার কর্মী, বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা, সাধারণ ছাত্ররা বুকের রক্ত দিয়ে আজকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে।’
উক্ত সভার আগে নোয়াখালীর মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়াম থেকে বিশাল র্যালি নিয়ে সভায় অংশ গ্রহণ করেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহাজাহান ও সুবর্ণচর উপজেলার জামাল উদ্দিন গাজি ও বেলাল হোসেন সুমন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাদের বিশাল র্যালি নিয়ে সভায় জনসমুদ্রে পরিণত হয়।
এই সময় নোয়াখালী জেলা বিএনপির সভাপতি এ.জেড.এম গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে গণজমায়েতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান– বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।