সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

সবুজবাগে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণ, প্রধান আসামি গ্রে প্তা র

কণা আক্তার / ১৬ বার পঠিত
আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২:৫২ অপরাহ্ন

সবুজবাগে বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীর সবুজবাগ থানাধীন পূর্ব মাদারটেক এলাকায় সুপরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে সংঘটিত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি ওয়াসিম উদ্দিনকে (৪৭) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ ফয়জুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ থানা এলাকায় র‍্যাব-৩ ও র‍্যাব-১০ এর একটি দল যৌথ অভিযান চলায়। অভিযানে ঢাকা মহানগরীর সবুজবাদ থানার থানার ধর্ষণ মামলার আসামি ওয়াসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের ভিত্তিতে তিনি জানান, আসামি ওয়াসিম উদ্দিন ওই মামলার ভিকটিমের সঙ্গে ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকালীন কাজ করার সময় তাদের পরিচয় হয়। সে সুবাদে তাদের মোবাইল ফোনে যোগাযোগ, দেখা-সাক্ষাৎ হয়। ভিকটিম একজন ডিভোর্সি নারী জানানোর পরও আসামি ভিকটিমকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়। পরে তাদের মাঝে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পবিত্র কোরআন শরীফ ও আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে ও রেজিস্ট্রি করার প্রলোভন দেখিয়ে ভিকটিমের ভাড়া বাসায় নিয়ে ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে। এছাড়াও গ্রেপ্তার আসামি ভিকটিমকে তার স্ত্রী হিসেবে ব্যবহার করে বিভিন্ন এনজিও হতে বিপুল পরিমাণ ঋণ উত্তোলন করে।

এ ব্যাপারে ভিকটিম আসামির প্রথম স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বললে তারা টাকা ও বিয়ের বিষয়ে সমাধান করে দেবে বলে আশ্বাস দেয় কিন্তু আসামি ভিকটিমকে বিয়ে ও কাবিন রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে আসামি ওয়াসিমের বিরুদ্ধে গত ১০ অক্টোবর সবুজবাগ থানায় ধর্ষণ মামলা করেন। মামলা হওয়ার পর থেকে ওয়াসিম রাজধানীর ওয়ারী এলাকা ছেড়ে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় এসে আত্মগোপন করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam