জাস্টিস ফর জুলাই সুবর্ণচর উপজেলা কমিটি গঠন আহবায়ক তুষার সদস্য সচিব গালিব।
নোয়াখালীর সুবর্ণচরের জাস্টিস ফর জুলাই কমিটি গঠন করা হয়েছে এতে আহবায়ক মামুনুর রশীদ তুষার ও সদস্য সচিব হোসাইন আহমেদ (গালিব) সহ ৫১ সদস্য কমিটি অনুমোদন দিয়েছে নোয়াখালী জেলা আহবায়ক তৌহিদুল ইসলাম ও সদস্য সচিব ইয়াছিন আরাফাত।
মঙ্গলবার(১৯ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
জুলাই বিপ্লবের প্রবাহিত ধারা এগিয়ে নিতেই এই কমিটি গঠন করা হয়েছে বলে জানান।
কমিটিতে থাকা নেতৃবৃন্দরা বলেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই জুলাইয়ের বার্তা পৌঁছে দিতেই আমরা বদ্ধপরিকর। আমরা সহ যারা এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা, আর যারা মৃত্যু বরণ করছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।