রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত “বিশ্ব শিশু দিবস”

বিশেষ সংবাদদাতা / ১২ বার পঠিত
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৪:১৭ অপরাহ্ন

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত “বিশ্ব শিশু দিবস”

শিশুদের মেধা বিকাশ ও মননশীল মানসিকতার উন্নতির লক্ষ্যে আজ ২০ নভেম্বর আন্তর্জাতিকভাবে পালিত হয় ‘বিশ্ব শিশু দিবস’। এই দিবসে পালন করা হয় শিশুদের নিয়ে নানা কর্মসূচি।তেমনিভাবে বর্ণ্যাঢভাবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পালিত হয় এবারের বিশ্ব শিশু দিবস সাইনিং স্কুল এন্ড কলেজে।

বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম জেলা মিরসরাই থানার বারোইয়ার হাট পৌরসভায় অবস্থিত একমাত্র আন্তর্জাতিক ও আধুনিক মানের অনন্য প্রতিষ্ঠান ‘সাইনিং স্কুল এন্ড কলেজ’ কর্তৃক এক বিশাল আয়োজনের মধ্য দিয়ে পালন করেন ‘বিশ্ব শিশু দিবস’। যা অত্র এলাকাবাসী, শিক্ষানুরাগী, সমাজপতি ও নাগরিক সমাজের সাধারণ মানুষের নজর কাড়ে।

এতে বিশেষ আয়োজনে থাকে শিশুদের অংশগ্রহণে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও জাতীয় সংগীত এর মধ্য দিয়ে শুরু করা হয় এই অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলার নির্বাহী অফিসার জনাব মাহফুজা জেরিন, বিশেষ অতিথি মিরসরাই উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব হুমায়ুন কবির খান, মিরসরাই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার, অত্র প্রতিষ্ঠানের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব রেদোয়ান রুমি, ফিন্যান্স ডিরেক্টর জনাব আজমীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব নুরুল আমিন, জোরারগঞ্জ থানার জামাত ইসলামের আমীর ও অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল জনাব ইমাম হোসেন সহ বিদ্যালয় পরিচালনা পর্ষদে সদস্যবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্বাবধানে ছিলেন সাইনিং স্কুল এন্ড কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর জনাব শাহাদাত হোসেন সৌরভ ও সাংস্কৃতিক শিক্ষক জনাব ইকবাল হোসেন। অনুষ্ঠান ইংলিশ ও বাংলায় উপস্থাপনায় ছিলেন স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী আলভি, রিজবী ও ফাহা। স্কাউট টিম সহ বিদ্যালয়ের সকল শিক্ষকের তত্বাবধানে অত্যান্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের সকল কাজ উদযাপিত হয়।এতে সন্তুষ্টি প্রকাশ করেন স্কুলের সকল অভিভাবক ও আগত অতিথি বৃন্দ। তারা বলেন এমন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনা খুব কম দেখা যায়।আমরা অনেক আনন্দ উপভোগ করেছি সেই সাথে সকলের অতিথেয়তাও ছিলো বেশ প্রশংসনীয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জনাব রেদোয়ান রুমি অতি সংক্ষেপে ‘ বিশ্ব শিশু দিবস ‘ এর পরিচয় জ্ঞাপনে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মননশীল শিক্ষাদানে সর্বদা সচেষ্ট আছেন বলে প্রকাশ করেন। তিনি স্কুলে প্রতি সকলের আন্তরিকতা রেখে স্কুলের গতি বেগবান করার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন। প্রিন্সিপাল ও একাডেমিক কো-অর্ডিনেটর এর সঙ্গে কথা বলে জানা যায়, স্কুলের পাঠদানের পাশাপাশি ধর্মীয় চর্চা ও সাংস্কৃতিক বিষয়েও সার্বিক জ্ঞান ও হাতে কলমে শিখানোর মাধ্যমে সুশিক্ষিত করে গড়ে তুলতে উনারা সর্বদা অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দানে তাঁরা সার্বিক দিক নির্দেশনার মাধ্যমে এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের নতুনত্ব কর্মধারায় অব্যাহত রেখেই স্কুল পরিচালনা করে আসছেন। সেই তাঁরা এটাও বলেন যে সকলে আন্তরিকতা পেলে স্কুলের মান আরো বেগবান হয়ে উঠবে।তারা এটাও বলেন যে মিরসরাইয়ে একমাত্র ইংলিশ ভার্সন এর পাশাপাশি বাংলা ভার্সনেও আধুনিক মানের শিক্ষা আমরাই প্রথম চালু করি।এবং সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যারা নিজেদের সন্তানদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত করতে চান তারা দেরি না করে সাইনিং স্কুল এন্ড কলেজের সাথে থাকা একান্ত অপরিহার্য।

সর্বশেষ প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জনাব ইমাম হোসেনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam