সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন

সাইফুলের জন্য মাফ ও দোয়া চাইলেন বাবা

ডেস্ক সংবাদ / ১৪ বার পঠিত
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৮:৪৩ পূর্বাহ্ন

নিহত সাইফুলের জন্য মাফ ও দোয়া চাইলেন বাবা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ফারাঙ্গায় আজকের পরিবেশ ছিল বেশ ভারী। বেলা ৩ টার দিকে আইনজীবী সাইফুল ইসলামের লাশ নিয়ে আসা হয় তার নিজ গ্রামে। গ্রামের বাড়িতে থাকা পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা এ সময় কান্নায় ভেঙে পড়েন।

বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রামে নিজ এলাকায় আইনজীবী সাইফুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় নিজ ছেলের জন্য দোয়া চাইতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সাইফুলের বাবা জামাল উদ্দিন। তিনি বলেন, আপনারা আমার ছেলেকে মাফ করে দিয়েন এবং তার জন্য দোয়া করবেন।

সরকারের কাছে নিজ ছেলে হত্যার উপযুক্ত বিচার দাবি করেছেন জামাল উদ্দিন।

জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ইনামুল হাছান, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসসহ আরও অনেকেই।

জানাজা শেষে সাইফুলের লাশ তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সন্ধ্যায় সাইফুলের গ্রামের বাড়িতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সাইফুলের কবর জিয়ারত শেষে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন হাসনাত ও সারজিস।

সূএঃ বায়ান্ন ডট কম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Theme Design By Shahidul Islam