ছাত্রজনতার বিজয়
শামীমা আক্তার
জুলাই মাস,২০২৪ সাল, কোটা বাতিল চাই
চাকরি যেনো পাই
ছাত্রজনতার মিছিল, শ্লোগান,গণআন্দোলন!
দিন যায়, মাস যায়
তারা রাজপথে রয়ে যায়
এটা তাদের প্রাণের দাবি
অধিকার আদায়ের আন্দোলন!
ছাত্রলীগ এলো
ছাত্রদের পেটালো
ছাত্রজনতা আহত হলো
অনেকে নিহত হলো,
তবুও থামেনি আন্দোলন!
এবার পুলিশ এলো
ছাত্র পেটালো
গুলি বর্ষণ করলো
আবু সাইদ শহীদ হলো!
আরো অনেক ছাত্রজনতা নিহত হলো,
ছাত্রজনতার প্রাণের বিনিময়ে
কোটা সংস্কার হলো
হাইকোর্ট রায় দিলো
ছাত্রজনতার বিজয় হলো!
আবারও আন্দোলন
নিহত ছাত্রজনতা হত্যার বিচার চাই, বিচার চাই।
চলতে থাকলো
ছাত্রজনতার প্রাণপণ আন্দোলন,
এবার সরকারের পতন হলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলো
গণভবন ত্যাগ করলো
দেশ ছাড়তে বাধ্য হলো,
আবারও ছাত্রজনতার বিজয় হলো!
আনন্দ মিছিল হলো!
বাংলাদেশ আবার স্বাধীন হলো!
স্বৈরাচারের পতন হলো
আবু সাইদ বীরশ্রেষ্ঠ শহীদের মর্যাদা পেলো!
ছাত্রজনতার বিজয় হলো!