সাংবাদিক অর্ণবকে তুলে নিয়ে কুপিয়ে জখম
পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক আবু রায়হান অর্নবকে তুলে নিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
গত ২৭ নভেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে তাকে তুলে নেয়া হয়। পরে রাজধানীর আফতাবনগর এলাকায় ফেলে যায়। এ ঘটনায় বাড্ডা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তেভোগী সাংবাদিক অর্নব জানান, রাত আনুমানিক দেড়টা থেকে ২টার দিকে দোয়েল চত্ত্বর থেকে শিক্ষা ভবন আসার পথে মাইক্রোবাস করে মুখোশধারী কিছু অজ্ঞাত সন্ত্রাসী আমাকে তুলে নিয়ে যায়। এরপর চোখ বেঁধে মারধর করে। এরপর গাড়ি থেকে নামালে ধস্তাধস্তির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে। আমার ডান হাতে প্রায় ২১ টি সেলাই দিতে হয়েছে এবং কোপ ঠেকাতে গিয়ে বাম হাতও জখম হয়েছে। সন্ত্রাসীরা চলে গেলে একজন রিকশাচালক আমাকে উদ্ধার করে এবং তার মাধ্যমে জানতে পারি আমাকে আফতাবনগরে ফেলে রেখে গিয়েছিল সন্ত্রাসীরা। এ ঘটনায় আমি থানায় একটি অভিযোগ করেছি। আশা করি সঠিক বিচার পাবো।
তিনি বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার জিএমজির মোড়ের জুয়েল হত্যার অনুসন্ধান করেছিলাম তারপর থেকে একটু গাড়ি আমাকে কিছুদিন যাবত ফলো করছিলো এবং একটি পক্ষ আমাকে ফোনে হুমকি দিয়ে আসছিল। সেটার অংশ হিসেবেই এই ঘটনা হতে পারে।