ঢাকা বনানী থানা 19 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত কড়াইল বস্তি কুমিল্লা পট্টি ঝিল পাড়ের সাথে আজ ১৮ ই ডিসেম্বর ২০২৪ বিকেল ৪:২০ মিনিটে আনুমানিক গ্যাসের বোতল লিক হয়ে আগুন লেগে যায়। প্রায় ৪০ মিনিট আগুন জ্বলতে থাকে।
এই চল্লিশ মিনিট আগুনে প্রায় ৩০ টি ঘর একেবারে পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া ঘর গুলো থেকে পরিবারদের কোন মালামাল উদ্ধার করতে পারেনি। আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের কোন রাস্তা না থাকার কারণে স্থানীয় লোকজন পাশে ঝিল থেকে মোটর ফিট করে মোটা ফাইভ দিয়ে পানি সংগ্রহ করে এবং আল্লাহর রহমতে আগুন ৪০ মিনিটের মধ্যে আগুন নিভাতে সক্ষম হয়। এরমধ্যে চার পাঁচজন উদ্ধারকিত ব্যক্তি আহত হয়।আহতদের স্থানীয় লোকজন হসপিটালে নিয়ে ভর্তি করায়।
আগুনের পরিস্থিতি দেখে সারা বস্তিবাসী খুবই আতঙ্কে ছিলেন। চারদিকে শুধু কান্নাকাটির জোয়ার। আগুন নিয়ন্ত্রণের পরে সকল বস্তিবাসী আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করেন।
যাদের ঘরবাড়ি পুড়ে গেছে ওই ৩০টি পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন,
স্টাফ রিপোর্টার
মোঃমমিন মজুমদার