মোঃ মাসুদুর রহমান
সৈয়দপুর (নীলফামারী) প্রতিবেদক:
নীলফামারী সৈয়দপুরে হত্যার উদ্দেশ্যে বেধড়ক
মারধরের অভিযোগ সৈয়দপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে। উক্ত অভিযোগ সূত্রে জানা যায়, সৈয়দপুর উপজেলাধীন সাহেবপাড়া কিলখানা রোডের বাসিন্দা মোঃ সোহেল (৪০) পিতা মোঃ খলিল এর জোরপূর্বক পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে এবং প্রাচীর ওয়াল ব্যবহার করে এবং উক্ত বিষয়ে বিরোধ সৃষ্টি হয় একই এলাকার মোঃ রাজু (২৮) , মোঃ সুমন (১৮) , মিঠুন (২০) উভয়ের পিতা মৃত জামিল এবং মোছা সাজলী বেগম (৪৫), স্বামী মৃত জামিল এই বিরোধ সৃষ্টি বিষয়ে গত ২৮/০১/২০২৪ রাতে স্থানীয় কাউন্সিলরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশ বৈঠকে মিমাংসা চেষ্টা করা হয় কিন্তু তারা বৈঠক না মেনে ভয় ভীতি প্রদর্শন করে চলে যায়। একই রাতে ১১.৩০ মিনিটে মোঃ রাজু উক্ত বিষয়ে মিমাংসার কথাবার্তা বলার জন্য ডেকে আনে। মোঃ সোহেল তার সাথে যায় এমন অবস্থায় সৈয়দপুর থানাধীন সাহেবপাড়া খিলখানা রোডে মোঃ সোহেল কে আটক করে মোঃ রাজু (২৮) , মোঃ সুমন (১৮) , মিঠুন (২০) উভয়ের পিতা মৃত জামিল এবং মোছা সাজলী বেগম (৪৫), স্বামী মৃত জামিল তারা একত্রে হয়ে বেধড়ক মারপিট করে বলে তোমাকে আজ মেরে ফেলবো। এবং সেসময় শরীরের বিভিন্ন স্থানে বাঁশ দিয়ে আঘাত করে এবং লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে মাথায় মারলে মোঃ সোহেল সরে যাওয়ায় ডাংটি তার বাম চোখের ভ্রু এর উপরিভাগে লাগে গুরুতরফাটা রক্ত জখম হয় এমন অবস্থায় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে। ওই সময় সকল বিবাদীগণ বলে যে এই বিষয়ে বাড়াবাড়ি করলে মোঃ সোহেল ও তার পরিবারের সদস্যদেরকে খুন করিয়া লাশ গুম করবে। এই মর্মে বিভিন্ন ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে চলে যায়।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাসেল পারভেজ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।